প্রথমবারের মত একজন বাংলাদেশী ফটোগ্রাফারের তোলা ছবি ন্যাশনাল জিওগ্রাফি মাগাজিনের কাভার ফটো হিসেবে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশী ডকুমেন্টারী ফটোগ্রাফার কেএম আসাদকে অভিনন্দন! ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের আগস্ট ইস্যুতে তার ছবি কভার ফটো হিসেবে নির্বাচিত হয়েছে। “আ ওয়ার্ল্ড অন দ্যা মুভ” নামে ইস্যুটি এবারের বিষয় হিসেবে দেশান্তরকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে যা তারা শতাব্দীর সবচেয়ে সংকটপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করছে।

Congratulations to Bangladeshi documentary photographer KM Asad! His photograph was selected for the cover of National Geographic magazine’s August issue. The issue “A World on the Move” focuses on migration, which it considers the century’s most critical issue.

লেখা এবং ছবি – U.S. Embassy-Dhaka

#KMAsad #NatGeo #Day37 #100DaysOfPositivity #SpreadPositivity#PositiveBangladesh