তনুর বন্ধু হুমাকে সুন্দর করে কথা না বলতে পারার কারনে প্রায়ই অদিতি অযথা হয়রানি করে। হঠাৎ একদিন, সাংস্কৃতিক অনুষ্ঠানে হুমাকে গান গাইতে দেখল অদিতি, অসাধারন তার গায়কি- সবাই বিপুল উৎসাহে তার গানের তালে লাফাচ্ছে। অদিতি বুঝতে পারলো যে প্রত্যেকেরই নিজস্ব প্রতিভা আছে। অযথাই কারো দুর্বল দিক নিয়ে চিন্তিত না থেকে কারো ইতিবাচক দিকগুলোতে নজর দিলেই আমরা গড়ে তুলতে পারবো একটি পজিটিভ বাংলাদেশ।
Audity relentlessly bullies Tonu’s friend Huma for not being able to speak nicely enough. One day, Huma performs in a cultural program and mesmerizes everybody with her music. She is bathed in appreciation and everyone wants to be friends with her, while Audity is left alone. Audity realizes that instead of taunting people for their lacking, we should concentrate on the assertive aspects of life, to build a Positive Bangladesh.