তারেক নামক কিশোরের কাছে নিজের অজান্তেই অনলাইনে থাকা ধর্মীয় উগ্রবাদ আর আক্রমণাত্নক সব কমেন্ট-পোস্ট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে ওঠা শুরু করল। হঠাৎ একটা নোটিফিকেশন সবকিছু পালটে দিলো। অন্ধকারে আলো এলো, পজিটিভ বাংলাদেশ আশার বার্তা ছড়ালো, নিয়ে গেল সৌহার্দ্য ও শান্তির পথে।

Tareq is a teen, generalizing religious extremism and offensive hate speech in online without even realizing how it narrows our mentality to a lane. Suddenly a notification, and everything changes. Illuminating the ignorance, Positive Bangladesh preaches hope; towards amity and peace.

#WeArePositiveBangladesh #Episode1
#PositiveBangladesh #P2PChallenge