তনুর মুখে কালি থাকার কথা ছিল নাকি আসলে কালি থাকা উচিত ছিল কাগজের পাতায়?

কালির ব্যাবহার ইতিবাচক এবং নেতিবাচক দুইই হতে পারে তার একটি উতকৃষ্ট প্রমান দিয়েছে বাংলাদেশের সৃষ্টিশীল তরুন সমাজ ৩১ দিনের ইংকটোবার পালন করে এবং অপরদিকে আন্দোলনরত পরিবহন শ্রমিকেরা যাত্রী ও পথচারীদের মুখে-কাপড়ে কালী মাখিয়ে।

Inktober- একটি অনলাইন ড্রইং চ্যালেঞ্জ।কমিক বুক আর্টিস্ট জেক পার্কারের হাত ধরে এর শুরু। কালি আর তুলি দিয়ে প্রতিদিন ১টি করে ছবি একে মাস জুড়ে ৩১টি ছবি আঁকার চ্যালেঞ্জ হলো এই আয়োজনের লক্ষ্য। ইঙ্কটোবার চালেঞ্জের পালনের মাধ্যমে হাতে কলমে নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আর্টিস্টরা শিখতে পারেন নিয়মানুবর্তিতা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছবি আঁকার চর্চা।

গত মাসের সড়ক ধর্মঘটের অপ্রত্যাশিত সেই ঘটনাকে ঘিরেই আমাদের আজকের এপিসোড উৎসর্গ করা ইন্কটোবরের প্রতি। Positive Bangladesh এ কালির ব্যাবহার হোক এই রুপ পজিটিভ চর্চার মাধ্যমেই।

#WeArePositiveBangladesh #Episode2
#PositiveBangladesh #P2PChallenge