“ছেলেরা আবার নাচে নাকি?”
২০১১ সালে মানুষজনের ব্যংগাত্নক কথা শুনতে শুনতেই বাংলাদেশে হিপ হপ ড্যান্সের শুরুটা হয় একদল পাগলা ছেলের হাত ধরে।
২০১৮ সাল, মাঝখানে পেরিয়ে গেছে ৭ টি বছর। এই ৭ বছরে সেই ছেলেগুলি অর্জন করেছে অসংখ্য মানুষের ভালোবাসা। গঠন করে Street Dancers (Bangladesh), অংশ নেয় Next Level Bangladesh আর Dhaka-Berlin Hip Hop Project এ, আয়োজন করে The Cypher – BD Hip Hop Dance Championships 2018। কয়েক মাস আগেই তাদের উদ্যোগেই Green University of Bangladesh তে খোলা হয় Department of Hip Hop Dance.
আসুন পরিচিত হই বাংলাদেশের প্রথম হিপ হপ ড্যান্স ক্র Anonymous Crew এর সাথে। এই তরুণরাই আজ তাদের মত আরো লাখো তরুণকে স্বপ্ন দেখায় নেতিবাচকতা পরিহার করে হিপ হপ ড্যান্স এর সাথে যুক্ত হতে, আজ তারাই আমাদের Positive Bangladesh।
“How can boys dance?”
The journey of Hip Hop dancing in Bangladesh was initiated in 2011 through the hands of a group of crazy teens despite having to be victims to stereotypical shaming and criticisms.
2018, it’s been 7 years since then. Staying true to their passion and talents they have received the love and appreciation of many. They created communities like Street Dancers (Bangladesh), participated in Next Level Bangladesh, Dhaka-Berlin Hip Hop Project and organized the first of it’s kind in Bangladesh – The Cypher – BD Hip Hop Dance Championships 2018. A few months ago they even took the initiative to start the Department of Hip Hop Dance at Green University of Bangladesh.
So, ladies and gentlemen, we introduce you to Anonymous Crew. Inspiring other youths through their endeavors we admire their perseverance in pursuing their dreams having invested so much energy and time into creating the atmosphere for a Positive Bangladesh.