প্রচলিত ধারণা গুলো কি চিরন্তন সত্য?
প্রচলিত চিন্তা ভাবনা ও বদ্ধমূল বিশ্বাস গুলো কি শতভাগ সত্য?
নতুন চিন্তার আবির্ভাব ঘটেই পুরানো চিন্তার যায়গায় নিজের স্থান তৈরী করতে।
এভাবেই সময়ের সাথে এগোয় পৃথিবী, এগিয়ে যাই আমরা।
তবে বিষয়টা শুধুই নতুন পুরাতন নয়। যা সমাজের জন্য কল্যাণকর সেটা পুরান হলেও ধরে রাখতে চাই আমরা। আর যে নতুন চিন্তা সমাজের জন্য ক্ষতিকর সেটা এড়িয়ে যাওয়াই উত্তম।
তবে প্রচলিত বদ্ধমূল ধারণা গুলোকে চোখ বুঝে সত্য বলে মেনে নেয়াটাও তো ঠিক নয়। বাক্সের বাইরে বেরিয়ে আসলেই তো আমরা বাইরের আকাশটা দুচোখ মেলে দেখতে পারবো।
আমাদের সামিরা বিশ্বাস করে বাক্সের বাইরে যেয়ে ভাবতে। সামিরার সাথে একই মন্ত্রে উজ্জীবিত হই আমরা পজিটিভ বাংলাদেশও। যাতে এগিয়ে যেতে পারে স্বাধীনভাবে আরো সামনে।
#StoriesofSamira #Story09 #TolerantThursday #Peace #Tolerance #Diversity #SpreadPositivity #PositiveBangladesh