১৬ ই ডিসেম্বর, ১৯৭১
একটা সদ্য স্বাধীন ভূখন্ড দীর্ঘ নয় মাস পর স্বস্তির একটা নি:শ্বাস ফেলে।
তার ৫৬ হাজার বর্গমাইলের দেহ ছিন্ন ভিন্ন, সন্তানের রক্তে রঞ্জিত। কান্না, মৃত্যু আর দীর্ঘশ্বাসে জর্জরিত ভারী তার বাতাস। ধ্বংস স্তূপের মাঝে সদ্যই বিজয় অর্জন করা দেশটি তবুও একটা স্বপ্ন দেখে ফেলে বিজয়ের প্রথম ঐতিহাসিক মুহূর্তটি থেকেই।
আজকে বিজয়ের ঠিক ৪৮ বছর পূরণ হলো। ৭১ এ জন্ম নেয়া সেই দেশটি ধীরে ধীরে বদলাচ্ছে। নির্ভরশীলতা কাটিয়ে দৃঢ় পদক্ষেপে হচ্ছে সাবলম্বী।
এই সাবলম্বী বাংলাদেশের অংশ আমি আপনি আর সমস্ত বাংলাদেশে। আমাদের প্রতিটি মানুষের প্রতিটি ইতিবাচক স্বপ্ন বাংলাদেশের স্বপ্ন। পজিটিভ বাংলাদেশ তাই বিজয় মানেই বুঝেই পজিটিভিটির পথে আরেকটি পদক্ষেপ নেয়া। আরেকটি নতুন ও চমৎকার বাস্তবায়ন, আরেকটি নতুন বিজয় ও নতুন অর্জন।
বিজয়ের এইদিনে পজিটিভ বাংলাদেশ এই দেশের ভবিষ্যৎ ও বর্তমানের তরুণদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছে।
বিজয় বলতে আপনি কি বুঝেন?
আপনার মতামত জানাবেন।
শুভ বিজয় দিবস।
#StoriesofSamira #Story11 #December16 #VictoryDay #Peace #Tolerance #Diversity #SpreadPositivity #PositiveBangladesh