আমাদের সমাজ, দেশ ও পৃথিবীর সবচেয়ে চমৎকার একটা ব্যাপার হলো এর বৈচিত্র্যতা। মানুষ হিসেবে আমরা সবাই এক, তবে মানুষে মানুষে পার্থক্য ধর্ম, জাতীয়তা ও সংস্কৃতি ভেদে। এই ব্যাপার গুলো আমাদের আলাদা করে না বরং আরো নতুন নতুন মত, চিন্তা ও বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। ভিন্ন চিন্তা থাকবেই, ভিন্ন বিশ্বাসও থাকবে। কোনো চিন্তা বা মত আমাদের পছন্দ না হলে আমরা সমালোচনা করতে পারি। তবে সমালোচনারও একটা ভাষা আছে, একটা প্রকাশ আছে। ঘৃনা, পরচর্চা বা নিন্দা কিংবা বিরোধী ধর্মের বা চিন্তার কারো উপর আক্রমণ কখনোই সমালোচনার ধরণ হতেই পারে না। আর এর জন্যই প্রয়োজন সহিষ্ণুতার। সহিষ্ণুতা আমাদের সহনশীল করে। ভিন্ন মতকে ও সংস্কৃতিকে সম্মান করতে শেখায়। আমাদের গল্পের ছোট্ট সামিরা সেই সহিষ্ণুতার চর্চাই করে বেড়ায়।
#StoriesofSamira #Story01 #TolerantThursday #Peace #Tolerance #Harmony #Diversity #SpreadPositivity #PositiveBangladesh