শিক্ষা হোক সম্প্রীতির মাধ্যম, শিক্ষা হোক বিনয়ী। শিক্ষা মানুষকে অহংকারী নয় বরং অমায়িক করুক। আমাদের বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একাধিক শিক্ষার মাধ্যম রয়েছে। নিজ নিজ আর্থ-সামাজিক, পারিবারিক ও ধার্মিক অবস্থান থেকে আমরা ভিন্ন ভিন্ন মাধ্যম থেকে শিক্ষা অর্জন করি। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম কিংবা মাদ্রাসা, শিক্ষা মাধ্যম যাই হোক না কেনো একেবারে শিশু বয়স থেকেই আমাদের হতে হবে অন্যের প্রতি বিনয়ী। নিজেদের একটা পরিচিত গন্ডির মধ্যে আবদ্ধ থেকে প্রায়ই আমরা অন্যদের অবস্থান ও মতামতকে খাটো ও বাঁকা চোখে দেখে থাকি। এতে ব্যাপকভাবে বিঘ্ন ঘটে আমাদের সামাজিক সহাবস্থান ও সহমর্মিতার। আমাদের ছোট সামিরা বিশ্বাস করে শিক্ষা মানেই জ্ঞান অর্জন। আর জ্ঞান কাউকে বিভেদ ও পার্থক্য শেখায় না।

পজিটিভ বাংলাদেশও বিশ্বাস করে শিক্ষার মাধ্যম যাই হোক, শিক্ষা হোক সার্বজনীন ও মুক্তচিন্তার।

#StoriesofSamira #Story02 #TolerantThursday #Peace #Tolerance #Harmony #Diversity #SpreadPositivity #PositiveBangladesh