আমাদের সমাজ টিকে থাকে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার সমন্বয়ে।ভিন্ন ভিন্ন ধর্ম, চিন্তা ও সংস্কৃতির মানুষ একই সমাজে বসবাস করে নিজেদের মাঝে বিদ্যমান এই আস্থার জোরে। কিন্তু নানা সময়েই বাইরে থেকে ভেসে আসা গুজব, অসহিষ্ণু মন্তব্য আমাদের নিজেদের মাঝেই সৃষ্টি করে কোন্দলের। আমরা ভেসে আসা খবরের সত্য মিথ্যা যাচাই না করেই নিজেদের মধ্যে অশান্তি বিরাজে লিপ্ত হয়ে পড়ি। এতে নষ্ট হয় আমাদের নিজেদেরই একতা। আমরা নিজেরাই সৃষ্টি করি অরাজকতার। আমাদের সামিরা বিশ্বাস করে একটা গুজব বা অযাচাইকৃত তথ্য কখনোই আমাদের পারস্পরিক সম্পর্ক থেকে অধিক শক্তিশালী নয়। সামিরা একতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। একইভাবে বিশ্বাসী আমরা পজিটিভ বাংলাদেশও।

#StoriesofSamira #Story03 #TolerantThursday #Peace #Tolerance #Harmony #Diversity #SpreadPositivity #PositiveBangladesh