ধর্মীয় পার্থক্য থাকবেই। আচার আচরণ ও রীতিনীতিতেও থাকবে পার্থক্য। প্রত্যেকটা ধর্মের রয়েছে নিজস্ব প্রার্থনা পদ্ধতি ও জীবন ধারণের নিয়মকানুন। তবে অন্যকে সাহায্য করা, অন্যের বিপদে এগিয়ে আসা এই ব্যাপার গুলোর ক্ষেত্রে কোনো ধর্মীয় সীমানা নেই। কেননা, নামের পদবী যাই হোক, উপাসনালয় যাই হোক দিনশেষে আমরা সবাই মানুষ। মানুষের বিপদে এগিয়ে আসবে মানুষই। কাওকে রক্ত দিয়ে সাহায্য করা তেমনই একটি উপকারের কাজ। রক্ত দেয়া বা নেয়ার ক্ষেত্রে তাই ধর্মীয় পার্থক্যের চিন্তাকে গুরুত্ব দেয়া আসলে মানুষে মানুষেই পার্থক্য করা। সামিরা বিশ্বাস করে সবার রক্তই মূলত লাল। এবং একে অন্যের জীবন বাঁচানোর মতো মহৎ কাজে এগিয়ে এসেই আমরা নিজেদের ধর্মীয় আদর্শকে আরো বৃহৎ ভাবে সকলের সামনে তুলে ধরতে পারি।

#StoriesofSamira #Story04 #TolerantThuesday #Peace #Tolerance #Harmony #Diversity #SpreadPositivity #PositiveBangladesh