‘ভাইরাল কন্টেন্ট’। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী জনগোষ্ঠী আমরা যারা আছি এই শব্দ দুটোর সাথে আমরা বেশ ভালো ভাবে পরিচিত। ইন্টারনেটের সাহায্যে মুহূর্তেই একটা ইস্যু এদেশে জাতীয় আলোচনা হয়ে উঠে। তবে একটা জিনিস আমরা অধিকাংশ সময়ই ভুলে যাই, যে ইস্যুটা নিয়ে আমরা অনলাইনে ব্যাপক আলোচনা সমালোচনা করছি সেটা আসলে কতটা কেন্দ্রীভূত হবার দাবী রাখে।আর বিষয়টা যদি হয় একজন সেলিব্রেটি বা তারকার ব্যক্তিগত জীবন ভিত্তিক সেক্ষেত্রে সেটা কি আদৌ আমাদের আলোচনার বিষয় হতে পারে?
একজন সেলিব্রেটিও আমাদের মতোই মানুষ। তার নিজেরও একটি ব্যক্তিগত জীবন আছে। ব্যক্তিগত জীবনে তিনি যাই করুন না কেনো সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার। ঠিক যেমন আমার আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার আমাদের প্রতিবেশী রাখেন না। একইভাবে কোনো সেলিব্রেটির ব্যক্তিগত জীবন নিয়েও অভিযোগ করবার অধিকার আমরা রাখি না। কারো ব্যক্তিগত জীবনের বিষয় কখনোই উন্মুক্ত আলোচনার নয়।
#StoriesofSamira #Story05 #TolerantTuesday #Peace #Tolerance #Diversity #SpreadPositivity #PositiveBangladesh