সে কেনো এটা করলো?
তাকে দিয়ে এটা আশা করি নাই?
তারা হচ্ছে সমাজের প্রতিনিধি। তাদের দেখা আমরা শিখবো। ঘন্টাব্যাপী আড্ডায় এই আলোচনা গুলো শেষ হলে অবশেষে সমাজের কি উপকারটাই বা হচ্ছে?
সমাজের প্রতিনিধি কি আমরা সবাই নই?
কেউ একজন পাদপ্রদীপের আলোয় আছে বলে তার কর্মকান্ড সবাই দেখছে এবং তার থেকে শিখতে পারছে এবং সমালোচনা দুটোই করতে পারছি। উৎসাহ দেয়া এবং সমালোচনা করা দুটোই ব্যাপারই সমাজের জন্য প্রয়োজন। সহিষ্ণুতা ও সহঅবস্থান এবং সম্প্রতির জন্য প্রয়োজন।
তবে সমালোচনা করবো কোন জিনিসটার সেটা বুঝা আরো আগে প্রয়োজন। কারো ব্যক্তিগত জীবনের সমালোচনা কি আসলেই সমাজের জন্য প্রয়োজন?
আমাদের সামিরা গঠনহীন সমালোচনা নয় বরং বিশ্বাস করে সহযোগিতায়।
#StoriesofSamira #Story06 #TolerantThursday #Peace #Tolerance #Diversity #SpreadPositivity #PositiveBangladesh