এইযে, আমাদের প্রিয় ঢাকা শহরটায় এতো নোংরা, দমবদ্ধ অবস্থা, জলাবদ্ধতা, ধুলাবালি আর ছোঁয়াচে রোগ । এর জন্য আমরা নিজেরা কতটা দায়ী? খুব সামান্য হতে পারি আবার ক্ষেত্রবিশেষে অনেক বেশীও হতে পারি। আমরা প্রতিনিয়ত অন্যের সমালোচনা করে বেড়াচ্ছি। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা হতেই পারে। তবে তার সাথে সাথে আমরা যদি নিজেদের যে অভ্যাস গুলো আমাদের নিজেদেরই বড় ক্ষতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সেই অভ্যাস গুলো যদি ঝেড়ে ফেলি, তাহলে আমরা নিজেরাই আমাদের এই শহর, এই দেশ এবং নিজেদের জীবনের সমস্যা গুলো অনেকটাই কাটিয়ে উঠতে পারি। আমাদের সামিরা বিশ্বাস করে,আমরা নিজেরা শুধরে গেলে শুধরে যাবে অনেক কিছুই।
চলেন তাহলে একটু শুধরাই?
#StoriesofSamira #Story08 #TolerantThursday #Peace #Tolerance #Diversity #SpreadPositivity #PositiveBangladesh