June 3, 2019

ঈদে বাড়ি যাই, একটি করে গাছ লাগাই

https://web.facebook.com/events/1149950985192531/

ঈদে আমাদের কর্মব্যস্ত জীবন থেকে আমরা ফিরে যাই আপনজনের কাছে। ভালোবাসার মানুষগুলোর জন্য সাথে নিয়ে যাই কত রকম উপহার। অথচ ভুলে যাই আমাদের প্রকৃতির কথা, আমাদের পৃথিবীর কথা- যে তার সমস্ত সম্পদ দিয়ে আমাদের লালন পালন করেছে।
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর এই সংকটময় মুহূর্তে আমাদের উচিত পৃথিবীর পাশে দাঁড়ানো।
চলুন এই ঈদে আমরা পৃথিবীকেও কিছু উপহার দিই। আর পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ উপহার হবে একটি করে গাছ।
শুধুমাত্র ঢাকার কর্মস্থল থেকেই ঈদে বাড়ি যায় প্রায় ৭০ লক্ষ মানুষ।অন্যান্য শহর এর কর্মস্থল এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রী মিলে সংখ্যাটা অনেক বেশি। সবাই যদি বাসায় গিয়ে একটি করে গাছ লাগাই তাহলে সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে পৃথিবীকে দিতে পারি বিশাল এক সময় উপযোগী উপহার।
তাই চলুন এবার ঈদে বাড়ি গিয়ে অন্তত একটি করে গাছ লাগাই আর সেই ছবি ফেসবুকে পোস্ট দিয়ে অন্যদেরকে উৎসাহিত করি।

পোস্ট দেয়ার সময় “#TreeTagBangladesh” -এই ট্যাগটি অবশ্যই ব্যবহার করুন।

Deadline: